Top
সর্বশেষ

পাবনায় কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

১৫ ডিসেম্বর, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
পাবনায় কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ
পাবনা প্রতিনিধি :

জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমানের পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে পাবনা সদর উপজেলার কোমরপুর পদ্মা কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু এবং উদ্বোধক ছিলেন জেলা বিএনপি নেতা ও ড্যাব পাবনা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান।

এ সময় সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা মাহফুজুর রহমান শ্রাবণের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নিকসন প্রমুখ।

এম জি

শেয়ার