চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছেংগারচর পৌর বিএনপি।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রুহিতারপাড় ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছেংগারচর পৌর বিএনপির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী।
লিখিত বক্তব্য তিনি বলেন, ছেংগারচর পৌর বিএনপি’র সাধরণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের বিরুদ্ধে গত ১৮ ডিসেম্বর একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে লক্ষন চন্দ্র নামে এক ব্যক্তির মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ আনয়ন করে সাংবাদিক সম্মেলন করানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। এই বিষয়ে মতলব উত্তর উপজেলা, ছেংগারচর পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার ৫ই আগস্টে পতনের পর তাদের দোসর নামধারী বিএনপি’র একটি মহল দলের নির্যাতিত নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার ছড়িয়েছে। শুধু তাই না দোসরা বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীল নকশা আঁকছে। আর তা সফল করতে গিয়ে জাহাঙ্গীর আলম প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেন, যারা এই অপপ্রচারের সাথে সংশ্লিষ্ট রয়েছে, তাহাদেরকে বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পদাক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সাগর, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, ছেংগারচর পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল খান, সাধারণ সম্পাদক ফরহাদ সরকারসহ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এম জি