Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামী গ্রেপ্তার

০৮ জানুয়ারি, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামী গ্রেপ্তার
সাভার প্রতিনিধি :

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলাসহ বিভিন্ন মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সাভারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরকে রাতে সাভার বাজার বাসষ্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ছাত্র জনতা হত্যা মামলার আসামী সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য কিয়ামুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আকাশকে আমিনবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে একই মামলায় আমিনবাজার ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক সায়েমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে সাভার থানার চলমান বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি আতাউর রহমান,সাভারের হেমায়েতপুর থেকে এক’শ দশ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অপযুচন্দ্র দাশ ও সাভার থেকে চুরি হওয়া অটোরিকসা উদ্ধার ও চোর চক্রের প্রধান বিলকিস,মোহাম্মদ আলী ও রুবেল মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, সকালে রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এনজে

শেয়ার