Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান

২৪ জানুয়ারি, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান
আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া সামরিক সরঞ্জাম ফেরত দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। বিষয়টির সাথে পরিচিত একটি সূত্র এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেছেন কাবুল এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পর্ক নড়বড়ে শুরু হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময় বিশাল পরিমাণ সামরিক অস্ত্র ও যানবাহন আফগানিস্তানে রেখে যায় যুক্তরাষ্ট্র। তালেবান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই অস্ত্র ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

সূত্রটি বলছে, তালেবান ও ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পর্কের শুরুতেই অস্থিরতা তৈরি হয়েছে। ওয়াশিংটন আশা করছিল, কাবুল মার্কিন সামরিক সরঞ্জাম ফেরত দেবে, তবে তালেবান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা এসব অস্ত্র নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা কার্যক্রমে ব্যবহার করবে।

একই সঙ্গে, ওই সূত্র যুক্তরাষ্ট্রের প্রতি একটি বিতর্কিত প্রস্তাব দিয়েছে, যেখানে বলা হয়েছে, ফেলে যাওয়া অস্ত্র পুনরুদ্ধারের পরিবর্তে তালেবানকে আরও উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ করা উচিত।  এর মাধ্যমে তারা ইসলামিক স্টেট খোরাসানের (আইএসআইএস-কে) বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে। আইএসআইএস-কে বর্তমানে আফগানিস্তানে তালেবান সরকারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্র এক আফগান নাগরিককে মুক্তি দিয়েছে, যিনি মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে আমেরিকান আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। তার মুক্তির বিনিময়ে আফগানিস্তানে আটক থাকা দুই মার্কিন নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে বলে তালেবান প্রশাসন গত মঙ্গলবার জানিয়েছে।

মুক্তি পাওয়া ব্যক্তি খান মোহাম্মদ কাবুলে পৌঁছেছেন বলে আফগান কর্মকর্তারা নিশ্চিত করেছেন। স্থানীয় গণমাধ্যম হুররিয়াতকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামিক এমিরাতের সহায়তা ও আল্লাহর কৃপায় আমি মুক্তি পেয়েছি।

মোহাম্মদ খানকে ২০০৬ সালে আফগানিস্তানের পূর্বাঞ্চল থেকে গ্রেফতার করা হয় এবং এক বছর পর যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।  ২০০৮ সালে মার্কিন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, যা যুক্তরাষ্ট্রের প্রথম ‘নার্কো-টেররিজম’ মামলার রায় বলে মার্কিন বিচার বিভাগ নিশ্চিত করেছিল।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও আফগান প্রশাসনের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনার পর এই বন্দি বিনিময় চূড়ান্ত হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে বিনিময়ে দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এই বিনিময়কে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা ভবিষ্যতে আরও আলোচনা ও সম্ভাব্য বন্দি বিনিময়ের পথ খুলে দিতে পারে।

এনজে

শেয়ার