সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৪৫১ বারে ২ লাখ ১৯ হাজার ৮৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৪৯৫ বারে ৪ লাখ ৮৩ হাজার ৭২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১৯০ বারে ১ লাখ ৪৯ হাজার ৮৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিপিএইচ ইস্পাতের ৯.৭৮ শতাংশ, আরএসআরএম স্টিলের ৯.৫৬ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৮.৭০ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৮.৩১ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৭.৬১ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৭.২১ শতাংশ এবং ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬.২৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস