Top

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

২০ নভেম্বর, ২০২১ ১০:১১ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৫ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪২ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার দর বেড়েছে ২১ দশমিক ৫৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৪ কোটি ২৪ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের দর বেড়েছে ২০ দশমিক ১২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৯৩ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৮ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৮.৮১ শতাংশ, ওয়ান ব্যাংকের ১৫.৭৫ শতাংশ, এনসিসি ব্যাংকের ১৪.৫৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ১৪.১৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১৪.০৪ শতাংশ, এবি ব্যাংকের ১৩.৪৮ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের শেয়ার দর ১৩.১৩ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার