সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৫০ বারে ১৫ হাজার ১৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ ৭ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ৭৫ বারে ৪ হাজার ৭৭১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ ৩ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৫৮৭ বারে ৫ কোটি ৭৮ লাখ ১ হাজার ৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৩ কোটি ৯৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড ব্যাংকের ৯.৬১ শতাংশ, ওয়ান ব্যাংকের ৯.৫২ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ৯.৪৫ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৭.৫৭ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৭.৩৬ শতাংশ, এক্সিম ব্যাংকের ৬.৭৬ শতাংশ এবং আইএলএফএসএলের শেয়ার দর ৫.৯৭ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস