Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

অনিয়ম ও কারচুপির আশংকায় ঠাকুরগাঁওয়ে ২০ স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

২৫ ডিসেম্বর, ২০২১ ৬:৪০ অপরাহ্ণ
অনিয়ম ও কারচুপির আশংকায় ঠাকুরগাঁওয়ে ২০ স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁওয়ের নানা অনিয়ম, দুর্নীতি সহ স্থানীয় সাংসদের ভোটকে প্রভাবিত করার প্রতিবাদ ও ভোট কারচুপির আশংকায় সংবাদ সম্মেলন করেছে সদর উপজেলার ২০ ইউনিয়নের চেয়ারম্যান পদের সকল স্বতন্ত্র প্রার্থী।

২৫ ডিসেম্বর শনিবার দুপুরে ঠাকুরগাঁও হাওলাদার কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার ২০টি ইউনিয়নেই নৌকা মার্কার প্রার্থীরা তাদের স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, প্রচারে বাধা প্রদান, হুমকি ধামকি দিয়ে নির্বাচনী আচরণবিধি লংঘন করছেস এবং প্রশাসন এ বিষয়ে নিরপেক্ষভাবে কাজ করছেনা। বেশ কিছু ইউনিয়নে নৌকার প্রার্থীদের প্রচারণায় প্রিজাইডিং অফিসাররা কাজ করেছে। এসব ক্ষেত্রেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।

প্রার্থীরা সবচেয়ে বড় অভিযোগ করে বলেন,নির্বাচনী আচরনবিধি অনুযায়ী নির্বচনের সময় কোন সংসদ সদস্য এলাকাতে থাকার নিয়ম না থাকলেও স্থানীয় সাংসদ রমেশ চন্দ্র সেন বেশ কিছুদিন ধরেই এলাকায় অবস্থান করে নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। এ অবস্থায় আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হবে কি না তা নিয়ে আমরা শঙ্কিত।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ১নং রুহিয়ার আব্দুল মালেক, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী আনছারুল হক, ২নং আখানগরের স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান, ২১নং ঢোলরহাটের আব্দুল জব্বার, আকচা ইউনিয়নের ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন বাদশা, ১৪নং রাজাগাঁও ইউনিয়নের নুরু ইসলাম, ১৩নং গড়েয়া ইউনিয়নের রেজওয়ানুল ইসলাম শাহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার