Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

মিরসরাইয়ে আগুনে পুড়লো দোকান, ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

২৬ ডিসেম্বর, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ
মিরসরাইয়ে আগুনে পুড়লো দোকান, ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৬ ডিসেম্বর) রাত ১ টায় উপজেলার খৈয়াছরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মসজিদিয়া পর্দ্দাবাজ গ্রামের মোশাররফ ষ্টোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দোকানের গুরুত্বপূর্ণ মালামালসহ ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকানী।

মোশাররফ ষ্টোরের সত্বাধিকারী মোশাররফ হোসেন শিবলী বলেন, প্রতিদিনের মতো রোববার আমি দোকান বন্ধ করে রাত ১০টায় বাড়িতে চলে যাই। এসময় রাত ১ টায় খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। দ্রুত ছুটে গিয়ে দেখি আগুনে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এর আগেও আমার দোকানে ২ বার আগুন লাগছিল। আমার ধারণা কেউ শত্রুতাবশত আমার দোকানে আগুন ধরিয়ে দিয়েছে।

ওই মার্কেট মালিক শরীফ হোসেন সাইমুন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কেউ আমাদের মার্কেটে আগুন ধরিয়ে দিয়েছিল। গত ৩ বছরে বেশ কয়েকবার চুরি হয় এবং আগুন দেওয়ার চেষ্টা করে ২ বার। তখন স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমাদের টিম গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

শেয়ার