Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

ঠাকুরগাঁও সদর ইউপি নির্বাচনে জয়ী হলেন যারা

২৭ ডিসেম্বর, ২০২১ ৩:০৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সদর ইউপি নির্বাচনে জয়ী হলেন যারা
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ টি ইউনিয়নের চতুর্থ ধাপের নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে উপজেলায় এবার ১৪টিতে নৌকা মার্কার প্রার্থী ও ৬ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

যারা বিজয়ী হয়েছেন তারা হলেন-

১ নং রুহিয়া ইউনিয়ন- মো. মনিরুল হক বাবু (নৌকা), ২ নং আখানগর- মো. রোমান বাদশা (নৌকা), ৩নং আকচা- সুব্রত কুমার নৌকা), ৫ নং বালিয়া- জুলফিকার আলী ভুট্টো (স্বতন্ত্র), ৬নং আউলিয়াপুর- মো. আতিকুর রহমান (নৌকা), ৭ নং চিলারং- মো. ফজলুল হক (মোটরসাইকেল, বিদ্রোহী আওয়ামী লীগ), ৮ নং রহিমানপুর- (মোটর সাইকেল, বিএনপি), ৯ নং রায়পুর- মো. নূরল ইসলাম (নৌকা), ১০ নং জামালপুর- মো. মোস্তাক (স্বতন্ত্র, আনারস) ১১ নং মোহাম্মদপুর- মো. সোহাগ (নৌকা), ১২ নং সালন্দর- ফজলে এলাহী মুকুট চৌধুরী ( ঘোড়া, স্বতন্ত্র), ১৩ নং গড়েয়া- মো. রইজউদ্দিন শাহ (নৌকা), ১৪ নং রাজাগাঁও- খাদেমুল ইসলাম সরকার (নৌকা), ১৫ নং দেবীপুর- মো. মোয়াজ্জেম হোসেন (নৌকা), ১৬নং- নারগুন- মো. সেরেকুল ইসলাম (নৌকা), ১৭ নং জগন্নাথপুর- মোস্তাফিজুর রহমান লিটন (ঘোড়া, বিএনপি), ১৮ নং শুখানপুকুরী- মো. আনিসুর রহমান (নৌকা), ১৯নং বেগুনবাড়ি- মো. বনি আমিন (নৌকা), ২০ নং পশ্চিম রুহিয়া- অনিল কুমার সেন (নৌকা), ২১নং ঢোলারহাট- অখিল চন্দ্র রায় (নৌকা)।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ২০টি ইউনিয়নে নির্াচন অনুষ্ঠিত হয়। ২০টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৯৬০ জন। চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন, সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, সদর উপজেলার ২০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৯৮৮ ও নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৪৪৫ জন। মোট ভোটকেন্দ্র ১৮৮টি।

শেয়ার