Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

নির্বাচিত ২৩ ইউনিয়ন চেয়ারম্যানের শপথ অনুষ্টিত

২৭ ডিসেম্বর, ২০২১ ৫:২১ অপরাহ্ণ
নির্বাচিত ২৩ ইউনিয়ন চেয়ারম্যানের শপথ অনুষ্টিত
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

দ্বিতীয় ও তৃতীয় ধাপে অনুষ্ঠিত (পীরগাছা, পীরগঞ্জ ও কাউনিয়া) তিন উপজেলা ২৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। সোমবার বিকেল রংপুর জেলা পশ্রাসকের সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যানরা শপথগ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করার জেলা প্রশাসক আসিব আহসান।

শপথ অনুষ্ঠানে দ্বিতীয় ধাপে নির্বাচিত পীরগঞ্জ উপজেলার ৯ জন ও পীরগাছা উপজেলার ৮ জন চেয়ারম্যান এবং তৃতীয় ধাপে নির্বাচিত কাউনিয়া উপজেলার ৬ জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। আগামী পাঁচ বছর মেয়াদে তারা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব আহসান নির্বাচিত চেয়ারম্যানগণকে স্ব-স্ব ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততার সাথে সম্পন্ন করার পাশাপাশি
নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান। শপথ বাক্য পাঠ করানো শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

এসময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানীসহ অন্যান্য কর্মকর্তা ও ২৩ ইউনিয়নের সচিবরা
উপস্থিত ছিলেন।

শেয়ার