Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আবারও স্বতন্ত্র প্রার্থীর বিজয়

২৭ ডিসেম্বর, ২০২১ ৬:০১ অপরাহ্ণ
রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আবারও স্বতন্ত্র প্রার্থীর বিজয়
নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. জামাল মোল্লা মোবাইল প্রতীক নিয়ে বিপুল ভোটে পুণরায় নির্বাচিত হয়েছেন। মেয়র পদে পাঁচ প্রার্থীর লড়াই হয়েছে। তবে বরাবরের মতই মূল লড়াই হয় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।

নরসিংদী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ্ উদ্দিন জানান- স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতিক নিয়ে ৭ হাজার ৮শ ৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মাহবুব আলম শাহীন নৌকা প্রতিক পেয়েছেন ৫ হাজার ২শ ৬১ ভোট।

অপর দিকে, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল কুদ্দুছ মিয়া (নারিকেল গাছ) পেয়েছেন ৪ হাজার ৭শ ৭২ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন (জগ) প্রতিক নিয়ে ১ হাজার ৬৯ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ৩শ ৯০ ভোট।

বিজয়ী সাধারণ কাউন্সিলররা হলেন: শাহাদ আলী (০১ নং ওয়ার্ড), আঃ হামিদ মোল্লা (০২ নং ওয়ার্ড), মো. মোকরম মিয়া (০৩ নং ওয়ার্ড), নাহিদ মিয়া (০৪ নং ওয়ার্ড), বাচ্চু ভুইয়া (০৫ নং ওয়ার্ড), আক্তার হোসেন (০৬ নং ওয়ার্ড), মো. আমির হোসেন (০৭ নং ওয়ার্ড), আব্দুল অহিদ মোল্লা (০৮ নং ওয়ার্ড) ও মো. আহসান উল্লাহ খান (০৯ নং ওয়ার্ড)।

সংরক্ষিত সাধারণ মহিলা কাউন্সিলর বিউটি বেগম (০১ নং ওয়ার্ড), তাছলিমা বেগম (০২ নং ওয়ার্ড) ও রাশিদা আহমেদ (০৩ নং ওয়ার্ড)।

পৌর নির্বাচন সামান্য কিছু তুচ্ছ ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন কেন্দ্রে শীত উপেক্ষা করেই ভোটারদের উপস্থিত লক্ষণীয় ছিলো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধ ভাবে সুন্দর পরিবেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দিয়েছেন ভোটাররা। প্রথমবার ইভিএমে ভোট দিতে পেরে খুশি তারা।

তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিলো। পৌরসভার জন্য মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নতুন প্রতিনিধি বেছে নিতে প্রথমবারের মত ইভিএম এ ভোট দেন ভোটাররা।

নাজমা আক্তার নামের ভোটার জানান, ব্যালটে ভোট দেওয়ার থেকে ইভিএম-এ ভোট দেবার মজা আলাদা, খুব তাড়াতাড়ি করে আমরা ভোট দিতে পারছি।

হারুনূর রশীদ নামের অপর এক ভোটার জানান, আমাদের ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে না, কোনো বাধা ছাড়াই আমরা কেন্দ্রে এসে ভোট দিতে পেরেছি।

শেয়ার