Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

২৮ ডিসেম্বর, ২০২১ ৮:২০ অপরাহ্ণ
শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুরে একটি যাত্রীবাহী বাসচাপায় ধান-চাউল ব্যবসায়ী ফজলুর রহমান ফজলু (৬৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ২৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শহরের গৌরীপুর মহল্লার জামুর দোকান মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান শহরের ঢাকলহাটি মহল্লার মৃত মেহের সেকের ছেলে। ওই ঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শুকরিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বকশীগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে শেরপুর শহরের গৌরীপুর মহল্লার জামুর দোকান মোড়ে পৌঁছে বাসটি মোটরসাইকেল আরোহী ফজলুর রহমানকে পেছন থেকে ধাক্কা দেয়। ওই সময় ফজলুর রহমান ছিটকে পড়লে বাসের চাকায় পড়ে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার