Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

মাগুরায় মুজিববর্ষ উপলক্ষে আছাদুজ্জামান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

২৯ ডিসেম্বর, ২০২১ ৩:২৩ অপরাহ্ণ
মাগুরায় মুজিববর্ষ উপলক্ষে আছাদুজ্জামান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল মাগুরা এ. জি একাডেমী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ব্যাডমিন্টন টুর্নামেন্টে মাগুরা জেলার বিভিন্ন এলাকার ৪টি গ্রুপের মোট ৪০টি জুটি এবারের প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় তানভীর-সুমন জুটি চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

লিটন ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ব্যাডমিন্টন টুর্নামেন্টে বক্তব্য রাখেন, সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ্যাভোকেট শাখারম্নল ইসলাম, কামরম্নজ্জামান চাঁন ও স্থানীয় নেতৃবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা এলাকার ক্রীড়ামোদীগণ উপভোগ করে। খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার