Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

এসএসসির ফল প্রকাশ : চট্টগ্রামে পাশের হার ৯১.১২ শতাংশ

৩০ ডিসেম্বর, ২০২১ ৪:০৯ অপরাহ্ণ
এসএসসির ফল প্রকাশ : চট্টগ্রামে পাশের হার ৯১.১২ শতাংশ
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঘোষিত এসএসসির ফলাফলে এই শিক্ষা বোর্ডে এবার পাশ করেছে ৯১ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী। যা গত বছরের চেয়ে ৬ দশমিক ৩৭ শতাংশ বেশি। এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। গত বছরের চেয়ে ৩ হাজার ৭৮৩ জন বেশি।

বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, এ বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৬১ হাজার ১২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৯১ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী উর্ত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।’

ঘোষিত ফলাফলের বিস্তারিত চিত্র তুলে ধরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, পাসের হার এবং জিপিএ-৫ অর্জনসহ ফলাফলের প্রতিটি ধাপে উন্নতি করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। উত্তীর্ণদের মধ্যে ছাত্রদের পাসের হার ৯০ দশমিক ১৪ শতাংশ যা গত বছরের তুলনায় ৫ দশমিক ২১ শতাংশ বেড়েছে। ছাত্রী পাসের হার ৯১ দশমিক ৯৯ শতাংশ। বিগত বছরের তুলনায় ছাত্রীদের পাসের হার ৭ দশমিক ৩৯ শতাংশ বেশি।

এ বছর ছাত্রদের মধ্যে ৫ হাজার ৩৮২ জন জিপিএ-৫ পেয়েছে। ছাত্রীদের মধ্যে ৭ হাজার ৪০৯ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ বেড়েছে ২ হাজার ৬৪৬টি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮২ শতাংশ, মানবিকে পাসের হার ৮৭ দশমিক ৪৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯২ শতাংশ। বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ২৯১ জন, মানবিকে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম মহানগরে এসএসসিতে পাসের হার ৯৫ দশমিক ২৭ শতাংশ যা গত বছরের তুলনায় ৪.৯৩ শতাংশ বেশি। এছাড়াও চট্টগ্রাম জেলায় পাশের ৯১ দশমিক ০১ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় এসএসসিতে পাসের হার ৯২.১৯ শতাংশ।

শেয়ার