Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বিপ্লব, সম্পাদক মুরাদ

৩০ ডিসেম্বর, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বিপ্লব, সম্পাদক মুরাদ
কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এর কার্যনির্বাহী পরিষদ- ২০২২ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদাত হোসাইন বিপ্লব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. মেহেদী হাসান মুরাদ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নির্বাচন কমিশনার মোহাম্মদ মাকসুদুল করিম ও ফাহাদ জিয়ার উপস্থিতিতে প্রাথমিকভাবে নির্বাচনের ফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিকসহ প্রমুখ।

নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি দৈনিক খোলা কাগজের প্রতিনিধি খালেদ মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলোর প্রতিনিধি আবু বকর সিদ্দিক ফরহাদ, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মীর শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক ডেইলি বাংলাদেশ পোস্টের প্রতিনিধি মহিউদ্দিন মাহি, তথ্য ও পাঠাগার সম্পাদক দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি কাজী দেলোয়ার হোসাইন শরীফ, কার্যনির্বাহী সদস্য দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আহমেদ ইউসুফ আকাশ ও দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি ইকবাল মনোয়ার।

উল্লেখ্য, এটি কুবিসাসের ৭ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। নির্বাচিত এই কমিটি ২০২২ সালে সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করবে।

শেয়ার