বাংলাদেশের বাজারে আবারো শীতকালীন পণ্য নিয়ে এসেছে দেশের অন্যতম সেরা এফএমসিজি প্রতিষ্ঠান কেভিনকেয়ার বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশীপ ব্র্যান্ড ‘নাইল ন্যাচারালস’-এর নতুন দুই পণ্য- নাইল স্কিন লোশন ও নাইল পেট্রোলিয়াম জেলি এই শীতের শুষ্কতায় ভোক্তাদের ত্বকের যত্ন নিশ্চিত করবে।
নাইল স্কিন লোশনের ২টি ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যাবে। লোশন দুটিতে আছে গাজর বীজ তেল/গোলাপ জল ও খাঁটি দুধের মিশ্রণ। ব্যবহারের ২৪ ঘন্টা পর্যন্ত এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখবে, যা ক্লিনিক্যালি পরীক্ষিত ও প্রমাণিত। একইসাথে ত্বককে করে তুলবে মসৃণ। অন্যদিকে, নাইল পেট্রোলিয়াম জেলি-তে আছে নিম তেল ও আপেল তেলের শক্তিশালী গুণাগুণ। এটি অ্যান্টিসেপটিক গুণাবলীর সাথে ব্যবহারকারীর ত্বকের আর্দ্রতা নিশ্চিতেও সাহায্য করবে।
কেভিনকেয়ার বাংলাদেশ-এর বিজনেস হেড অরুণ চাকো বলেন, “এই পণ্য দুটির মাধ্যমে নাইল ব্র্যান্ডকে সকলের কাছে আবারও পৌঁছে দিতে পেরে কেভিনকেয়ার বাংলাদেশ অত্যন্ত আনন্দিত। পণ্যের যেই গুণগত মান অর্জনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ তা এই দুটি পণ্যের মাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয় এবং আমি নিশ্চিত যে ভোক্তারা এই পণ্যগুলো ব্যবহার করে সন্তুষ্ট হবেন।”
আন্তর্জাতিক মানসম্পন্ন এই পণ্যগুলো ভারত ও শ্রীলঙ্কা’র বাজারে সুপরিচিত এবং গ্রাহক সমাদৃত। দেশিয় বাজারে নাইল স্কিন লোশনের ১০০মি.লি. বোতল ১০০ টাকায় ও ২০০মি.লি. বোতল ১৮০ টাকায় কিনতে পাওয়া যাবে এবং নাইল পেট্রোলিয়াম জেলি’র ১০মি.লি. প্যাক পাওয়া যাবে মাত্র ১৫ টাকায়।
উইন্টার রেঞ্জের নতুন দুটি পণ্য ই-কমার্স প্ল্যাটফর্ম চালডালসহ দেশেজুড়ে পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটি নিজস্ব ফেইসবুক পেইজের মাধ্যমেও উইন্টার রেঞ্জসহ অন্যান্য পণ্যের অর্ডার গ্রহণ এবং ডেলিভারি সেবা প্রদান করে থাকে।