Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

শেরপুরে ৪ দিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু

৩০ ডিসেম্বর, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
শেরপুরে ৪ দিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক উদ্যানে চারদিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ।

জেলা প্রশাসক মোমিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গরিবের ডাক্তার ডাঃ শারমিন রহমান অমি, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মলয় মোহন বল, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ।

৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বই মেলা চলবে। উক্ত বই মেলায় স্টল সংখ্যা ১১টি। মেলায় প্রতি ঘন্টায় ঘন্টায় কুইজ প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫ পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।

শেয়ার