Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

কুড়িগ্রামে বইমেলা থেকে মটরসাইকেল চোর গ্রেপ্তার

৩১ ডিসেম্বর, ২০২১ ৫:১০ অপরাহ্ণ
কুড়িগ্রামে বইমেলা থেকে মটরসাইকেল চোর গ্রেপ্তার
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম কলেজমোড়স্থ বিজয়স্তম্ভ চত্বরে অনুষ্ঠিত বইমেলা প্রাঙ্গণ থেকে মটরসাইকেল চুরির সময় আতিকুর রহমান আতিক (৩৭) ও ইদুল মিয়া (৩৫) নামে দুজন আন্ত:জেলা মটর সাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে একটি মটর সাইকেলসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গ্রেপ্তারকৃত আসামীরা আন্ত:জেলা মটর সাইকেল চোর চক্রের সদস্য। তদের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া, রংপুরের মিঠাপুকুর, লালমনিরহাট সদরসহ বিভিন্ন জায়গায় ডাকাতি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বইমেলায় মটরসাইকেল চুরির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় সদর থনার অফিসার ইনচার্জসহ এসআই কাদের, এসআই জলিল এবং এএসআই নাজমুল বিষয়টি টের পেয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আতিকুর রহমান আতিক নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর সিঙ্গেরগাড়ী গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে। অপর আসামী ইদুল মিয়া
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের গোবদা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। গ্রেফতারকৃতদের পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

শেয়ার