Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

রাঙামাটিতে পাহাড় ধস রোধ বিষয়ক ক্যাম্পেইন

৩১ ডিসেম্বর, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
রাঙামাটিতে পাহাড় ধস রোধ বিষয়ক ক্যাম্পেইন
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

রাঙামাটিতে পাহাড় ধসের উপর দু’দিনব্যাপী ওয়ার্ক ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ডিসেম্বর) বিকেলে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ ক্যাম্পের পরিসমাপ্তি ঘটে।

দু’দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে ৪টি জেলার রোভার স্কাউটস এর ৫০জন প্রতিনিধিকে নিয়ে পাহাড় ধস রোধে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

ওয়ার্ক ক্যাম্পে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার ও ওয়ার্কশপ পরিচালক মো. শাহীন, স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার মো. মশিউর রহমান, যুগ্ম সম্পাদক ড. কে এম এম সোহেল, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মো. বেলাল, চট্টগ্রাম জেলা রোভার স্বাউটস এর ডি আর এস এল মো. এনাম, রাঙামাটি জেলা রোভার স্কাউটস এর সাধারন সম্পাদক নুরুল আবছার, সম্পাদক বিজন দে সংগঠনটির অন্যানন্য কর্তৃপক্ষ।

দু’দিনব্যাপী অনুষ্ঠিত ওয়ার্ক ক্যাম্পে রাঙামাটি,খাগড়াছড়ি,বান্দরবান, চট্টগ্রাম এবং কাপ্তাই নৌ বাহিনীর স্বাউট এর ৫০ প্রতিনিধি অংশ নেন।

সমাপনী অনুষ্ঠান শেষে ক্যাম্পে অংশ নেওয়া রোভার স্কাউট এর সদস্যরা সড়কে দাঁড়িয়ে পাহাড় ধস প্রতিরোধমূলক ব্যানার, ফেস্টুন এবং প্লেকার্ড নিয়ে মানববন্ধ করে।

শেয়ার