Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

ঠাকুরগাঁও হাসপাতালে টেন্ডার বাক্সে পোড়া মবিল, গ্রেপ্তার-১

৩১ ডিসেম্বর, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁও হাসপাতালে টেন্ডার বাক্সে পোড়া মবিল, গ্রেপ্তার-১
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের এম,এস,আর সামগ্রী ক্রয়ের জন্য রাখা ২টি টেন্ডার বাক্সতে কে বা কারা পোড়া মবিল ঢেলে দিয়েছে।

পোড়া মবিল ঢেলে দেওয়ার অভিযোগে মো. লাবু (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের সহকারী সার্জন ডা. মো. সাকিব ইবনে শহীদুল্লাহ অভিযুক্ত লাবুসহ ৮ জনের নাম উল্লেখ করে ও ২/৪ জনকে অজ্ঞাতনামা করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ওই দিন এম,এস,আর সামগ্রী ক্রয়ের নিমিত্তে দরপত্র দাতা-প্রতিষ্ঠানের কাছে পৃথক সীল মোহরকৃত খামে দরপত্র আহবান করা হয়। ওই দিন সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দরপত্র জমা দানের সময় নির্ধারিত ছিল। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় প্রশাসনিক শাখার বারান্দায় ২টি টেন্ডার বাক্স রাখা হয়।

এ সময় লাবুসহ ১০/১২ জন গিয়ে ২লিটার পানির বোতলে পোড়া মবিল ঢেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিউটিরত পুলিশ কর্মকর্তারা লাবুকে পোড়া মবিলের বোতলসহ আটক করলে অন্যান্যরা পালিয়ে যায়। পরে দুপুরে টেন্ডার কমিটির উপস্থিতিতে টেন্ডার বক্স ২টি খোলার পর দেখা যায় সেখানে ৬৭টি দরপত্র কাগজের প্যাকেট রয়েছে। তবে সেগুলি মবিল পড়ে নষ্ট হয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, পৌর শহরের শান্তিনগর এলাকার ফজির হোসেনের ছেলে লাবু (৪৮), একই এলাকার শাহাজাহানের ছেলে আজাহার ড্রাইভার, সাহেদ, তুহিন, সাইদি, সাদ্দাম, বুস, মানিকসহ অজ্ঞাত ৩/৪ জন। অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শেয়ার