Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

নোয়াখালীতে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ শুরু

০১ জানুয়ারি, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
নোয়াখালীতে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ শুরু
নোয়াখালী প্রতিনিধি :

সারাদেশের ন্যায় নোয়াখালীতে প্রাথমিক ও ম্যাধমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। জেলার ৯টি উপজেলার ১২৫৩টি প্রাথমিক বিদ্যালয়, ৩৩৯টি মাধ্যমিক ও ২৮৫টি মাদ্রাসায় চলছে বই বিতরণ কার্যক্রম।

শনিবার সকালে শহরের লক্ষীনারায়ণপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ¦সিত।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, জেলার ১২৫৩টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ৪লাখ শিক্ষার্থী রয়েছে। বই বিতরণের প্রথম দিন ২০২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে ১৭লাখ নতুন বই তুলে দেওয়া লক্ষে কাজ করা হচ্ছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নতুন বই বিতরণের প্রথম ৩দিন ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার ৩৩৯টি বিদ্যালয় ও ২৮৫টি মাদ্রাসা প্রায় ২লাখ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। ইতোমধ্যে আমরা ৫৫ থেকে ৬০ভাগ বই আমাদের হাতে এসে পৌঁছেছে।

শেয়ার