Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

মাগুরায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্টা বার্ষিকী

০১ জানুয়ারি, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
মাগুরায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্টা বার্ষিকী
আরজু সিদ্দিকী, মাগুরা :

জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ মাগুরায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের পুরাতন জেল রোডে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসান।

মাগুরা জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সিরাজুস সায়েফিন সাঈফ, সদস্য সচিব খান রবিউল হক মিঠুসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার প্রধান অতিথি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসান পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সকল পর্যায়ের নেতা-কর্মীকে অধিক সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সভা শেষে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মিলাদ ও অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বক্তব্যে এম.এ খালেক মেমোরিয়াল স্কুলের অধ্যক্ষ আব্দুস সাফী ফিরোজ অত্র প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সকলের নিকট দোয়া প্রার্থনা করে বলেন, সন্তানদের শুধু ভাল ছাত্র নয় বরং ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ এবং সকল আয়োজন হবে পরিপূর্ণ। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রত্যাশা থাকবে অবিরাম।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাণীপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোছা. জামিমা খাতুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাণীপুকুর সততা সামাজিক সংঘের সাধারন সম্পাদক সিদরাতুল ইসলাম সজাগ। আলাচনা সভায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার