Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

মহানন্দ রায় চতুর্থ বারের মতো মেম্বার নির্বাচিত

০২ জানুয়ারি, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ
মহানন্দ রায় চতুর্থ বারের মতো মেম্বার নির্বাচিত
জাকারিয়া শেখ, কোটালীপাড়া (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মহানন্দ রায় চতুর্থ বারের মতো মেম্বার নির্বাচিত হয়েছেন। তিনি আড়–য়াকান্দি গ্রামের শিবপদ রায়ের ছেলে।

গত ২৬ ডিসেম্বর রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৫নং ওয়ার্ডে ৪৮৮ ভোট পেয়ে মহানন্দ রায় চতুর্থ বারের মতো মেম্বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুব্রত মন্ডল পেয়েছেন ৪৫২ ভোট।

মহানন্দ রায় বলেন, আমি বিগত দিনে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এরই ফলশ্রুতিতে জনগন আমাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করেছেন। আমি আগামীতেও এলাকার উন্নয়নে কাজ করবো।

৫নং ওয়ার্ডের বটবাড়ি গ্রামের শিক্ষক নজরুল ইসলাম বুলবুল বলেন, বিগত দিনে মেম্বার মহানন্দ রায় এলাকায় অনেক ভাল কাজ করেছেন। এ জন্য এলাকার মানুষ তাকে চতুর্থ বারের মতো ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করেছেন।

শেয়ার