Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ জানুয়ারি, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নাসিম মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক আনিছুর রহমান।

এ সময় তিনি বলেন, জেলায় মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা নিরলস পরিশ্রম করছে। এরই ফলশ্রুতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিগত বছরগুলোতে আমরা সফল হতে পেরেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এসময় অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার, পরিদর্শক সাইফুর রহমান, উপ পরিদর্শক আসাদুর রহমান, উপ পরিদর্শক খোন্দকার সুজাত আলীসহ অফিসের অন্যান্য কর্কর্া ও কর্চারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার