Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

০২ জানুয়ারি, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রবিবার রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। রংপুর জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করে।

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিব বর্ষের সফলতা ঘরে ঘরে ভাতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক আব্দুল মোত্তালেব সরকারের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। বিশেষ অতিথি ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা: হিরম্ব কুমার রায়, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনোরঞ্জন রায়,রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ।

বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক আব্দুল মতিন, রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন, উপ- পরিচলাক অনিল চন্দ্র বর্মণ, সুইড বাংলাদেশ রংপুরের সভাপতি ও সাংবাদিক সুশান্ত ভৌমিক প্রমুখ। আলোচনা সভা শেষে শেখ রাসেল পরিবারের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করে। এরআগে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবন্ধী শিশুর মধ্যে হুইল চেয়ার, গরম কাপড়, হতদরিদ্র পরিবারের মধ্যে দুটি চার্জার রিকসা ভ্যান বিতরন করা সহ ৪ জন গোড় খোদক ও শশ্মানের পাটনী কর্মীর মধ্যে এককালীন আর্থিক অনুদানের টাকা প্রদান করা হয়। রংপুর জেলা প্রশাসক আসিব আহসান এসব হস্তান্তর করেন।

সমাজসেবা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করা সহ সমাজসেবা পরিচালিত সকল কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আব্দুল মোত্তালেব সরকার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিনকে পুরষ্কারে ভুষিত করায় তাদের দুজনের হাতে ক্রেস্ট তুলে দেন রংপুরের জেলা প্রশাসক মো: আসিব আহসান।

শেয়ার