Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

বালিয়াকান্দিতে নবনির্বাচিতদের শপথগ্রহণ

০৩ জানুয়ারি, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
বালিয়াকান্দিতে নবনির্বাচিতদের শপথগ্রহণ
মিঠুন গোস্বামী, রাজবাড়ী :

তৃতীয় ধাপে অনুষ্ঠিত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৭ টি ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী কমকর্তা (ভারপ্রাপ্ত) মো.হাসিবুল হাসান শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান, নারুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম, জংগল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল বসু, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃআলমগীর বিশ্বাস , নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন বাদশা, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ আলী, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন প্রমুখ।

শপথ অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.হাসিবুল হাসান নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের ফুল দিয়ে বরণ করেন।

এ সময় তিনি বলেন, স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের সেবা ও উন্নয়নে সরকারের ভাবমূর্তি নির্ভর করে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আপনারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মানুষের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার