Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন ঠাকুরগাঁও‌য়ের মেহেদী

০৩ জানুয়ারি, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন ঠাকুরগাঁও‌য়ের মেহেদী
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

করোনাকালে স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদান রাখায় “শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০” পেয়েছেন ঠাকুরগাঁওয়ের মেহেদী হাসান। ৩০ ডিসেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০’ এর সমাপনী অনুষ্ঠানে প্রথম বারের মত এ পুরস্কার প্রদান করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে বঙ্গভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম মোমেন, আইসিওয়াইএফয়ের সভাপতি তাহা আয়হান, মালদ্বীপের যুব, ক্রীড়া এবং সামাজিক ক্ষমতায়ন মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ মাহলুফ ও বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনসহ সংশ্লিষ্টরা।

এ সময় ‘কর্পোরেট সাপোর্ট ইন ভলেন্টারি ইউথ এক্টিভেটিস’ ক্যাটাগরীতে করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় ঠাকুরগাঁওয়ের কলেজপাড়ার বাসিন্দা মেহেদী হাসানকে “শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড” তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। মেহেদী স্বেচ্ছাসেবী সংগঠন তরুণদের অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা সদস্য। ২০১২ সাল থেকে তিনি বিভিন্ন সেবামূলক কাজের সাথে জড়িত। করোনাকালীন সময়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সেবা ও লকডাউনে অসহায়
মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দেওয়াসহ ঈদ উপহার বিতরণে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

শেয়ার