Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

মাগুরার মহম্মদপুরে এক লাখ ১২ হাজার আইডি কার্ড আগুনে পুড়িয়ে ছাই

০৩ জানুয়ারি, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ
মাগুরার মহম্মদপুরে এক লাখ ১২ হাজার আইডি কার্ড আগুনে পুড়িয়ে ছাই
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ডের) লেমিনেটেডকৃত এক লাখ ১২ হাজার ৩১৬ টি কার্ড গতকাল বিকালে আগুনে পুড়িয়ে বিনিষ্ট করা হয়েছে। রোববার উপজেলা নির্বাচন অফিস চত্বরে কার্ডগুলো পোড়ানো হয়।

মহম্মদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: তাইজুল ইসলাম জানান, ইতোমধ্যে এক লাখ ৩০ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বিতরণের সময় পূর্বের পেপার লেমিনেটেডকৃত জাতীয় পরিচয়পত্র জমা রাখা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জমাকৃত এসব পেপার লেমিনেটেডকৃত জাতীয় পরিচয়পত্র আগুনে পুড়িয়ে বিনিষ্ট করা হয়েছে।

আগুনে পুড়িয়ে বিনিষ্ট করার সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রামানন্দ পাল, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবি নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ দবির উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার