Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

নারুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

০৪ জানুয়ারি, ২০২২ ২:৫১ অপরাহ্ণ
নারুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ
মিঠুন গোস্বামী, রাজবাড়ী :

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলাধীন নারুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব ভার গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নারুয়া ইউনিয়নের দ্বায়িত্ব রত পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ আয়ুব আলী, আফজাল হোসেন, মোঃ ইয়াকুব আলী, মোঃ কামরুজ্জামান, মোঃ শহিদুল ইসলাম, জামাল উদ্দিন, মোঃ জনাব আলী। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ঝর্না বেগম, মোছাঃ আলো বেগম, রাশিদা বেগম ও ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ।

প্রথমেই ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ ফুলের তোরা দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম কে বরণ করে নেন।পরে ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কামরুজ্জামান তার পক্ষথেকে উপহার প্রদান করে। এ সময় পরিষদের গ্রাম পুলিশ গন নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য দের ফুল দিয়ে বরণ করে নেয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বক্তব্য কালে বলেন, সাধারণ মানুষের আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের চাওয়া পাওয়া অনেক বেশি তবে বরাদ্দ সীমিত। এই সীমিত বরাদ্দ দিয়েই মানুষকে খুশি করতে হবে। আজ আমরা সবাই শপথ করবো আগামী ৫বছরের জন্য যে দ্বায়িত্ব সাধারণ জনগণ দিয়েছে তা যে সঠিক ভাবে পালন করবো। আমাদের একটাই লক্ষ থাকবে সাধারণ মানুষের জন্য কাজ করা।

 

শেয়ার