Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

রাঙামাটিতে আড়ম্বর আয়োজনে ছাত্রলীগের বর্ষপূর্তি পালন

০৪ জানুয়ারি, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
রাঙামাটিতে আড়ম্বর আয়োজনে ছাত্রলীগের বর্ষপূর্তি পালন
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

রাঙামাটিতে আড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারী) বিকেলে সংগঠনটির বর্ষপূর্তি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি রাঙামাটি জেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান বক্তা ছিলেন- রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।

ছাত্রসংগঠনটির জেলার সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার পরিচালনায় জেলা আ.লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রুহুল আমীন, হাজী কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সাবেক ছাত্র নেতা ও সদস্য সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা বক্তৃতা করেন।

সভায় বক্তারা বলেন-ছাত্রলীগ স্বাধীন বাংলাদেশ তৈরির ইতিহাসের অংশ। বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত সংগঠনটি ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক।

শেয়ার