Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

কোটালীপাড়ায় লড়াই হবে সদস্য পদে

০৪ জানুয়ারি, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ
কোটালীপাড়ায় লড়াই হবে সদস্য পদে
 জাকারিয়া শেখ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)  :
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৩টি ইউনিয়নে শুধু সদস্য পদেই লড়াই হবে। ৩টি ইউনিয়নেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) উপজেলার হিরণ, কুশলা ও কলাবাড়ি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৩টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত  প্রার্থী মাজাহারুল আলম পান্না, এডভোকেট বিজন বিশ্বাস ও চৌধুরী সুলতান মাহমুদ কালু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এই ৩টি ইউনিয়নে শুধু সদস্য পদেই লড়াই হবে।
এ সকল ইউনিয়নে সাধারণ আসনে সদস্য পদে ১০২জন  ও সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ৩৮জন  প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিসার খায়রুল হাসান বলেন, ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমস্ত মালামাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছি। নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত আইন- শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।
শেয়ার