Top
সর্বশেষ

শতভাগ বীমা দাবি নিষ্পত্তির নির্দেশ আইডিআরএ’র

১৩ জানুয়ারি, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
শতভাগ বীমা দাবি নিষ্পত্তির নির্দেশ আইডিআরএ’র

দেশের সরকারি বেসরকারি সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে শতভাগ বীমা দাবি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

চিঠিতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মোতাবেক বীমা প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত দ্বিতীয় ত্রৈমাসিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) তথ্য পর্যালোচনায় দেখা যায়- লাইফ বীমা খাতে দাবি নিষ্পত্তির হার মাত্র ৭০.৬১ শতাংশ এবং নন-লাইফ খাতে বীমা দাবি নিষ্পত্তির হার ৩৮.৪৭ শতাংশ, যা মোটেও কাম্য নয়।

আইডিআরএ বলছে, বীমা দাবি নিষ্পত্তির হার শতভাগ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা রয়েছে। এ কারণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা ও পরামর্শ মোতাবেক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সকল বীমা কোম্পানি ও করপোরেশনকে নির্দেশনা দেয়া হয়েছে।

কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) কর্মকর্তা নাজিয়া শিরিন স্বাক্ষরিত ওই চিঠিতে আরো বলা হয়, জাতীয় বীমা দিবস ২০২২ এর পূর্বে সকল কোম্পানি ও করপোরেশনের বীমা দাবিসমূহ শতভাগ নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শেয়ার