Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

নতুন লুকে শুটিংয়ে ফিরছেন বুবলী

০১ জানুয়ারি, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
নতুন লুকে শুটিংয়ে ফিরছেন বুবলী

প্রায় অনেক দিন ধরেই দেখা মিলছে না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর। প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে তিনি লোকচক্ষুর আড়ালে রয়েছেন। কোনো সিনেমা কিংবা কোনো অনুষ্ঠান, কোথাও দেখা মিলছে না তার। এরমধ্যে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জনই উঠেছে।

এছাড়াও গুঞ্জন উঠেছে মা হতে চলেছেন বুবলী! কিন্তু এসব গুঞ্জনের বিপরীতে এখন পর্যন্ত মুখ খুলেননি এই নায়িকা। অনেকের দাবি, এই নায়িকা অনেকদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। আবার অনেকে এও দাবী করেন যে, তিনি ঢাকাতেই আছেন।

কোথাও দেখা না মিললেও এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। মাঝেমধ্যেই বিভিন্ন শুভেচ্ছা বার্তা পোস্ট করেন। সেইসাথে নিজের ছবিও প্রকাশ করেন।

এদিকে সবাই যখন নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত সেই সময়েই নতুনরূপে হাজির হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা। বছরের প্রথম দিনে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি নতুন ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, একদমই নতুন লুকে দেখা দিয়েছেন বুবলী।

সেই পোস্টে শবনম বুবলী লিখেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! নতুন লুক দিয়েই শুরু করলাম নতুন বছরটা।

নতুন বছরে বুবলী আড়াল ভেঙে আবার ফিরছেন চলচ্চিত্রের শুটিংয়ে। ইতোমধ্যে অনেক পরিচালক, সহশিল্পী তার সঙ্গে নতুন ছবির ব্যাপারে যোগাযোগ করছেন। নতুন বছরে যে বুবলী ক্যামেরার সামনে ফিরছেন সেটা নিশ্চিতভাবে জানা গেছে বুবলীর একাধিক ঘনিষ্ট সূত্রের বরাতে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নির্মাতা ও নায়ক বলেছেন, বেশ কয়েকটি সিনেমার গল্প নিয়ে বুবলীর সঙ্গে যোগাযোগ হয়েছে। ব্যাটে-বলে মিলে গেলে নতুন বছরে ছবিগুলোর শুটিং দিয়ে ফিরতে পারেন বুবলী।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার