Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

বিএনপি-জামায়াতের সদস্য আওয়ামী লীগের কমিটিতে, ব্যাখ্যা চেয়ে চিঠি

০২ জানুয়ারি, ২০২১ ১২:২১ অপরাহ্ণ
বিএনপি-জামায়াতের সদস্য আওয়ামী লীগের কমিটিতে, ব্যাখ্যা চেয়ে চিঠি

বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আওতাধীন ১৫টি ওয়ার্ড কমিটি গঠন করার বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত চিঠিতে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের কাছে ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

চিঠিতে বলা হয়, চাঁদপুর পৌর আওয়ামী লীগ ১৭ বছরেরও অধিক মেয়াদ উত্তীর্ণ কমিটি। কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক সম্মেলনের মাধ্যমে কমিটি পুনর্গঠনের জন্য আপনাদের নির্দেশ দেওয়া হয়েছিল। বিভিন্ন কারণে অনেক কালক্ষেপণ হয়েছে। প্রায় এক বছর পৌর কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার পর বর্তমান ওয়ার্ডগুলোর যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে সে সমস্ত কমিটিগুলো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা অমান্য করে বিএনপি এবং জামায়াত-শিবিরের সহযোগী সংগঠনের পদধারী ব্যক্তিদের নাম দলের ওয়ার্ড কমিটিতে অন্তর্ভুক্ত করার লিখিত অভিযোগ আমাদের কাছে রয়েছে। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা রক্ষা, দলীয় সভাপতি এবং দলের ও গঠনতান্ত্রিক নির্দেশনা অমান্যের দায়ে কেন আপনাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা পূর্বক ৩ কার্যদিবসের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর জানানোর নির্দেশ দেওয়া হলো।

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, চাঁদপুর পৌর কমিটির ১৫টি ওয়ার্ড অবৈধভাবে করা হয়েছে। কমিটিতে বিএনপি-জামায়াতের সদস্যদের অন্তর্ভুক্ত করায় পৌর কমিটিকে ৩ দিনের মধ্যে লিখিত ব্যাখা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার