সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১১৭ বারে ১৬ লাখ ৯৮ হাজার ৮৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ২৬৮ বারে ৯ লাখ ৯০ হাজার ৮৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬১০ বারে ২ লাখ ২ হাজার ৮৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মেঘনা কনডেন্স মিল্কের ৮.৪৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৮.৩৮ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৭.৫৮ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৭.৪৮ শতাংশ, আরামিট সিমেন্টের ৭.৩৬ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৩৫ শতাংশ এবং মুন্নু এগ্রোর শেয়ার দর ৭.২৩ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস