Top
সর্বশেষ
ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪০৩ বারে ২৭ লাখ ১৪ হাজার ৯৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা জিপিএইচ ইস্পাতের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৭৩ বারে ৪৭ লাখ ৮৫ হাজার ৯৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা কোহিনূর কেমিক্যালসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮১৯ বারে ১ লাখ ১৩ হাজার ৪৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ২৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩০ শতাংশ, মুন্নু সিরামিকের ৪.৮৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৪.৮০ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭৭ শতাংশ, ইফাদ অটোসের ৪.০২ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ শতাংশ ও শার্প ইন্ডাস্ট্রিজের ৩.৯৬ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার