সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪০৩ বারে ২৭ লাখ ১৪ হাজার ৯৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জিপিএইচ ইস্পাতের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৭৩ বারে ৪৭ লাখ ৮৫ হাজার ৯৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা কোহিনূর কেমিক্যালসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮১৯ বারে ১ লাখ ১৩ হাজার ৪৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ২৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩০ শতাংশ, মুন্নু সিরামিকের ৪.৮৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৪.৮০ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭৭ শতাংশ, ইফাদ অটোসের ৪.০২ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ শতাংশ ও শার্প ইন্ডাস্ট্রিজের ৩.৯৬ শতাংশ দর বেড়েছে।
এসকেএস