Top
সর্বশেষ
জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার

চট্টগ্রামে আওয়ামী, যুব ও ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
চট্টগ্রামে আওয়ামী, যুব ও ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুব ও আওয়ামী লীগের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হল, চান্দগাঁওয়ের গ্রিন সোসাইটির পাশে জান আলী রেলস্টেশনের কোলাপাড়া লম্বা কলোনির মো. আনোয়ারের ছেলে সক্রিয় ছাত্রলীগ কর্মী মো. আরিফ (২০), শমসের পাড়ার সেকান্দর মিয়ার ছেলে, সক্রিয় আওয়ামী লীগের কর্মী তৌহিদুল ইসলাম (৩২), ভোলার দৌলত খাঁ থানার চরপাতা সৈয়দ মুখির বাড়ির আবুল কালাম সওদাগরের ছেলে সক্রিয় যুবলীগ কর্মী মো. সুমন (৩০) ও পাঁচলাইশ থানার হাজী পাড়া ৩ নম্বর ওয়ার্ড মৌলভী খলিলুর রহমানের বাড়ির মৃত এসএম এজাহারুল হকের ছেলে এসএম সেলিম উদ্দিন (৫৪)।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, বিস্ফোরক আইনের মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

এম জি

শেয়ার