চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুব ও আওয়ামী লীগের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হল, চান্দগাঁওয়ের গ্রিন সোসাইটির পাশে জান আলী রেলস্টেশনের কোলাপাড়া লম্বা কলোনির মো. আনোয়ারের ছেলে সক্রিয় ছাত্রলীগ কর্মী মো. আরিফ (২০), শমসের পাড়ার সেকান্দর মিয়ার ছেলে, সক্রিয় আওয়ামী লীগের কর্মী তৌহিদুল ইসলাম (৩২), ভোলার দৌলত খাঁ থানার চরপাতা সৈয়দ মুখির বাড়ির আবুল কালাম সওদাগরের ছেলে সক্রিয় যুবলীগ কর্মী মো. সুমন (৩০) ও পাঁচলাইশ থানার হাজী পাড়া ৩ নম্বর ওয়ার্ড মৌলভী খলিলুর রহমানের বাড়ির মৃত এসএম এজাহারুল হকের ছেলে এসএম সেলিম উদ্দিন (৫৪)।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, বিস্ফোরক আইনের মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।
এম জি