সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৫৭৫ বারে ৩ লাখ ৪৬ হাজার ৫৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ৩৯৫ বারে ৩ লাখ ৭ হাজার ২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৬৭ বারে ১০ লাখ ৮৪ হাজার ৩৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ইন্স্যুরেন্সের ৪.৯২ শতাংশ, কেয়া কসমেটিকসের ৪.১৬ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৩.৫২ শতাংশ, বেক্সিমকোর ৩.৩১ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৩.২৪ শতাংশ, বিডি থাই ফুডের ৩.১২ শতাংশ এবং অ্যাডভেন্ট ফার্মার শেয়ার দর ৩.১০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস