সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৫১ বারে ৮ লাখ ৭৩ হাজার ১৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১০৯ বারে ৫ লাখ ৭১ হাজার ৫৭১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইয়াকিন পলিমারের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৫০ বারে ৬৯ লাখ ২৪ হাজার ৯৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬৪ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৪.৬২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৩ শতাংশ , রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৩১ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২.৭১ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.৫৩ শতাংশ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.১৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস