Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ধর্ষণ মামলার আসামিকে দেখেই ‘জ্ঞান হারাল’ শিশুটি

০৩ জানুয়ারি, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
ধর্ষণ মামলার আসামিকে দেখেই ‘জ্ঞান হারাল’ শিশুটি

থানায় শনাক্তের জন্য শনিবার রাতে ওই যুবককে শিশুটির সামনে হাজির করলে তাকে দেখেই মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে বলে সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান।

গ্রেপ্তার মিজানুর রহমান (২২) সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। ওসি বলেন, থানায় শিশুটি সংজ্ঞা হারানোর পর স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলা হয়।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ওই শিশুর বাবা ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে নলডাঙ্গা বাজারে যান। তার আগের দিন শিশুটির মা তার বাবার বাড়ি বেড়াতে যান। বাবা-মায়ের অনুপস্থিতিতে ওই দিন দুপুরে মিজানুর রহমান শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য ভয় দেখায়।

এক সপ্তাহ পর বিষয়টি পরে জানতে পেরে গত শনিবার দুপুরে মিজানুরকে আসামি করে থানায় একটি মামলা করেন শিশুটির বাবা। মামলা পর শনিবার রাতেই মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ।

বাণিজ্যপ্রতিদিন/এমএইচ

শেয়ার