ফেনী থেকে ফেএকজন মেয়ে শিশুকে (১১) অপহরণের ১৪ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. রাকিব হোসেন (৩৫)। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার আদরা বড়ুয়া এলাকার বাসিন্দা।
রোববার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেনের আদালতে নারী ও শিশু নির্ষাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দিতে ওই শিশু তাকে অপহরণ ও আটক রেখে ধর্ষণের বর্ণনা করে ।
আদালতে দেওয়া জবানবন্দিতে শিশুটি জানায়, ১৮ ডিসেম্বর রাতে চেতনানাশক দিয়ে অচেতন করে প্রতিবেশী রাকিব হোসেন, মামুনসহ তিন যুবক তাকে গাড়িতে তুলে নিয়ে যান। অপহরণের পর প্রথমে তাকে ঢাকার কমলাপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় তিন দিন রাখার পর শিশুটিকে চট্টগ্রামে নিয়ে যান অপহরণকারীরা। এরপর চট্টগ্রামের নিউমার্কেট এলাকার একটি বাসায় আটকে রেখে রাকিব তাকে ধর্ষণ করেন। বৃহস্পতিবার রাকিব তার ফোন ঘরে ফেলে রেখে বাইরে গেলে শিশুটি তার বাবার কাছে ফোন করে অপহরণের বিষয়টি জানান।
পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, ওই শিশুর পৈত্রিক বাড়ী লক্ষীপুর র্জেলায় হলেও তারা ফেনী পৌরসভার মধ্যম চাড়িপুর এলাকায় ভাড়া বাড়ীতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতো। একই এলাকায় অপর একজন ভাড়াটিয়া মো. রাকির হোসেন ওই শিশুকে প্রায়ই উত্যক্ত করতো। এক পর্যায়ে মেয়ের বাবার কাছে ৬০ হাজার টাকা দাবি করেন। মেয়ের বাবা টাকা দিতে অস্বীকার করেন। গত ১৮ ডিসেম্বর রাত ১১টার দিকে মেয়েকে একা পেয়ে চেতনা নাশক দিয়ে অচেতন করে একটি মাইক্রোতে তুলে আরও তিন সহযোগীসহ ঢাকার কমলাপুর এলাকায় নিয়ে যায়।
এদিকে মেয়েকে না পেয়ে মেয়ের মা ফেনী মডেল থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরী (জিডি) করেন। শুক্রবার মধ্যরাতের পর চট্টগ্রামের পশ্চিম বাকলিয়া এলাকা থেকে অভিযুক্ত রাকিবকে পুলিশ গ্রেপ্তার করে ফেনী নিয়ে আসেন।
এদিকে রাকিবকে গ্রেপ্তারের পর তার সহযোগীরা ওই অপহৃত শিশু মেয়েকে শনিবার সকালে ফেনীর ট্রাংক রোডে নিয়ে ছেড়ে দেয়। শহরের ট্রাংক রোড থেকে ফেনী মডেল থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে আসামী মো. রাকিব হোসেনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২-৩ জনকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মেয়েটিকে বাবা ও মায়ের জিম্মায় দেওয়া হয়। গ্রেপ্তার আসামী মো. রাকিব হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শিশু অপহরণের ১৪ দিন উদ্ধার, একজনকে গ্রেপ্তার ও ধর্ষণের অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শিশুটি অপহরণকারীদের অজান্তে মুঠোফোন থেকে তার বাবার কাছে ফোন করে। ফোনকলের স‚ত্র ধরে শনিবার মধ্যরাতে চট্টগ্রাম থেকে অপহরণকারী দলের সদস্য শিশুটির প্রতিবেশী মো. রাকিব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।