নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের থাপনারগাতি গ্রামের শাহান আলী (২৬) নামে এক যুবকের পায়ে শিকল পড়িয়ে বন্ধি অবস্থায়ই প্রায় ১৯টি বছর জীবন কাটিয়েছে।
জন্মের পরে যখন ৭ বছর বয়স হতে পায়ে শিকল ও হাতে দড়ি বাঁধা অবস্থায় প্রায় ১৯ বছর ধরে মানবেতর জীবনযাবন করছেন মানসিক ভারসাম্যহীন ওই যুবক।
সরেজমিনে গিয়ে তার পিতা আঃ মজিদ মিয়া ও মা রহিমা খাতুনসহ তার পরিবারের অন্যান্য লোকজনের সাথে কথা বলে জানা যায় কখনো সে দাঁড়িয়ে থাকছে, কখনো সে শুয়ে বসে সময় কাটাচ্ছে, আবার কখনো হাসি-কান্নার মধ্য দিয়েই কাটছে তার জীবন।
এই শিকলবন্দী যুবক কথা বলতে না পারলেও, মাঝে মাঝে চিৎকার করতে থাকে। মানসিক ভারসাম্যহীন এ বাক প্রতিবন্ধী সন্তানের এ অবস্থা দেখে চিন্তায় সারাক্ষণ কাঁদেন তার পিতা-মাতা। তারা আরো জানান ১৯৯৬ সালের ১৩ই নভেম্বর মো. শাহান আলীর জন্ম হয়। জন্মের প্রায় ৭ বছর বয়স হওয়ার পর থেকেই তার মধ্যে মানসিক কিছু পরিবর্তন দেখা দেয় এবং অস্বাভাবিক আচরণ শুরু করে। সে সময় তাকে ছেড়ে দিলে ছোটাছুটি করে, যাকে সামনে পায় তাকেই মারধর করতো। পরে সামর্থ্য মতো কিছুদিন চিকিৎসা চালালেও সুস্থ হয়নি শাহান আলী। তার আচরণের কোনো পরিবর্তন হয়নি। বরং অস্বাভাবিক আচার-আচরণ, মারধর দিন-দিন বাড়তেই থাকে। এলাকাবাসীর কারো গরু, হাস, মুরগি, ছাগলদেরও মারধর করাসহ পরিবারের লোকজনদেরও কাছে পেলে আঘাত করার চেষ্টা করতো।
তার এরকম অস্বাভাবিক আচরণের কারণেই তাকে পায়ে শিকল ও হাতে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এভাবেই চলতে থাকে বছরের পর বছর। মুক্ত থাকলে কখন কার উপর কি দুর্ঘটনা ঘটায় এমন আশংকায় বন্দী করে রাখা হয়েছে বলে জানান তার পরিবার।
শাহানকে রাতে ঘরের ভিতর পালার সাথে এবং সকালে বাড়ির সামনে গাছের সঙ্গে বেঁধে রেখে সেখানেই খাবার দেওয়া হয় । একদিন খেলে ২দিন চলে যায় তবুও খাবার খায় না। এভাবেই বছরের পর বছর ধরে চলছে শাহানের বন্দি জীবন। প্রস্রাব পায়খানা এলে চিৎকার শুরু করে পরে পলিথিন দিলে সেখানে পায়খানা করে। এরপর তার মা অথবা বাবা পরিষ্কার করেন।
অসহায় পিতা মাতার দাবী করেন সরকারি সহায়তায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতো বলে মনে করেন তারা। শাহান আলীর মা রহিমা খাতুন বলেন, রাতে ছেলের পায়ে শিকল ও দিনে হাতে দড়ি দিয়ে ঘরের পালার সাথে বেঁধে রেখে ঘরে ঘুমানোর ব্যবস্থা করি। দীর্ঘদিন ধরে হাতে পায়ে বেঁধে রেখেছি আমার সন্তানকে। দড়ি দিয়ে বেঁধে রাখতে রাখতে হাতের স্থানগুলো ক্ষত হয়ে গেছে।
ছেলের এই দৃশ্য আমি মা সহ্য করতে পারছি না। মা হয়ে আমি নিজেও প্রায় সারারাত ঘুমাতে পারি না। কারণ কখন সে কি করে বসে এই দুশ্চিন্তায় থাকতে হয় আমাকে। আমি গরীব মানুষ, ঠিকমতো সংসার চালানোই আমাদের পক্ষে সম্ভব হয় না। তাকে উন্নত চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। তাই ছেলের উন্নত চিকিৎসায় সমাজের বিত্তবান ব্যাক্তিবর্গসহ সরকারের প্রতি আমার আকুল আবেদন।
দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার রাজীব- উল-আহসান এর সাথে এ ব্যাপারে কথা বললে তিনি বলেন বিষয়টি সত্যিই হৃদয় বিদারক। এ বিষয়টি আমার জানা ছিলো না। সাংবাদিকদের ধন্যবাদ দেই এমন একটি সংবাদ দেয়ার জন্য। আমি অতি দ্রুতই সাহান আলীর খোঁজ-খবর নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।