Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

কক্সবাজারে প্রকৌশলীর স্ত্রীর ঝুলন্ত লাশ, পুলিশ বলছে আত্মহত্যা

০৪ জানুয়ারি, ২০২১ ৫:১২ অপরাহ্ণ
কক্সবাজারে প্রকৌশলীর স্ত্রীর ঝুলন্ত লাশ, পুলিশ বলছে আত্মহত্যা

কক্সবাজারে প্রকৌশলী ওসমান আলীর বাসা থেকে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওসমান আলী মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের প্রকৌশলী হওয়ায় ওই এলাকায় স্ত্রীসহ ভাড়া বাসায় থাকতেন।

সোমবার সকাল ৯টার দিকে মাতারবাড়ীর সিকদার পাড়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওসমানের স্ত্রী সুমি আক্তারের বাড়ি পিরোজপুরের মঠবাড়ীয়ার পাঁচশতকুড়া গ্রামে। আট মাস আগে তাদের বিয়ে হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশিক ইকবাল জানান, ওসমান মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের প্রকৌশলী। ছয় মাস ধরে মাতারবাড়ীর ওই বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। সুমি তার দ্বিতীয় স্ত্রী।

তিনি আরও জানান, রোববার রাতে প্রথম স্ত্রী ও পারিবারিক বিষয় নিয়ে সুমির সঙ্গে ঝগড়া হয় ওসমানের। সকালে কয়লা বিদ্যুৎ প্রকল্পে চলে যান ওসমান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে স্বামী চলে যাওয়ার পর সুমি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ওসমানের বরাত দিয়ে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান, ওসমান সকাল সাতটার দিকে বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পর ফোন দিয়ে তাকে আত্মহত্যার হুমকি দেন সুমি। পরে বাসায় ফিরে বন্ধ দরজা ভেঙে সুমিকে ঝুলন্ত অবস্থায় পান।

সুমির মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার