Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

সাভারে কাভার্ড ভ্যানের চাপায় স্কুলছাত্রী নিহত

০৪ জানুয়ারি, ২০২১ ৬:১০ অপরাহ্ণ
সাভারে কাভার্ড ভ্যানের চাপায় স্কুলছাত্রী নিহত

সাভারের ধামরাইয়ে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ড ভ্যানের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মেয়েটি তার স্কুলে যাচ্ছিল। এ ঘটনায় ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম আক্তার ইশা (১৭) মানিকগঞ্জ জেলার সদর থানার আটিগ্রাম ইউনিয়নের পূর্ব কেশতি গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। সে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

আটক নাজিম উদ্দিন (৩২) স্কয়ার কোম্পানির কাভার্ড ভ্যানচালক। তার বাড়ি ঝালকাঠি জেলার সদর থানার দিয়াকুল গ্রামে।

স্কুলছাত্রী ইশার মামা শরিফুল ইসলাম নিরু জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকলেও তার ভাগ্নি ইশা পড়ালেখায় খুব ভালো ছিল। সোমবার সকালে লেখাপড়া সংক্রান্ত কাজে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সে। বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সড়ক পারাপারের সময় ওই স্কুলছাত্রীকে স্কয়ার কোম্পানির ওষুধ পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। গুরতর অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে ও কাভার্ড ভ্যানটিকে থানা হেফাজতে রাখা হয়েছে।

ওসি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্কুলছাত্রী ইশার বাবা ইদ্রিস আলী এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মনিরুল।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার