Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

নাটোর কারাগারে ২ কয়েদির মৃত্যু

১৮ মার্চ, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ
নাটোর কারাগারে ২ কয়েদির মৃত্যু

নাটোর জেলা কারাগারে মাদক মামলার আসামি ওসমান শেখের (৩৩) মৃত্যুর ৭ ঘণ্টা পর হত্যা মামলার আসামি আনছের আলীর (৪৬) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৩টার দিকে আনছের আলী বুকে ব্যথা অনুভব করলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫৮ মিনিটের দিকে তিনি মারা যান। এর আগে রাত সোয়া ৮টার দিকে মাদক মামলার আসামি ওসমান শেখ মারা যায়। অসুস্থ ওসমান শেখকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর জেলা কারাগারের ডেপুটি জেলার জাহিদ হাসান জানান, ১৪ মার্চ মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ওসমান শেখের সাজা হয়। ওই দিন থেকেই ওসমান নাটোর জেলা কারাগারে কয়েদি হিসেবে ছিলেন।

অপরদিকে আনছার আলীকে চলতি বছরের ১৭ জানুয়ারি নাটোরের লালপুর থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে আনা হয়। তার বিরুদ্ধে লালপুর থানায় মামলা রয়েছে। আনছের আলী পাবনা জেলার চক ভানুরা গ্রামের মৃত ভানুর ছেলে। বৃহস্পতিবার রাত ৩টা ৫ মিনিটের দিকে তার বুকে ব্যথা শুরু হলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫৮ মিনিটের দিকে তিনি মারা যান।

নাটোর আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. এম এ মোমিন জানান, আনছের আলীকে বৃহস্পতিবার রাত ৩টা ২৫ মিনিটের সময় বুকে ব্যথা নিয়ে ভর্তি করা হয়। পরে রাত ৩টা ৫৮ মিনিটের সময় তিনি মারা যান। এছাড়া রাত ৮টার পর মৃত অবস্থায় কয়েদি ওসমান শেখকে আনা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

শেয়ার