রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে ফিরোজ আহমেদ নামের এক যুবক। মঙ্গলবার সকালে ওই যুবককে আটক করেছে পুলিশ।
পুঠিয়ার পৌর এলাকার গোপালহাটি ফকিরপাড়ায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার ভোরে দারুস সালাম থানা পুলিশের সহায়তায় রাজধানীর গাবতলী এলাকা থেকে ফিরোজ আহমেদ নামের ওই যুবককে আটক করে পুলিশ।
পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর গণমাধ্যমকে জানান, ধারণা করা হচ্ছে সোমবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময় ফিরোজ আহমেদ তার স্ত্রী পলি বেগম ও মেয়ে ফারিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন। রাত দুইটার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
এসআই আরও জানান, ফিরোজ পেশায় অটোরিকশার চালক। তিনি নিয়মিত মাদক সেবন করেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই কলহ হতো।
বাণিজ্য প্রতিদিন/এম জি