Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

রাশিয়া থেকে অস্ত্র ক্রয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত

০৫ জানুয়ারি, ২০২১ ১:১০ অপরাহ্ণ
রাশিয়া থেকে অস্ত্র ক্রয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত

রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনায় ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে আমেরিকা।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের গবেষণা শাখা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

কংগ্রেস সদস্যদের জন্য তৈরি প্রতিবেদনে বলা হয়, ‘এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি আমেরিকার স্বার্থবিরোধী। নিষেধাজ্ঞা আইনের আওতায় ভারতের ওপর অবরোধ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।’

২০১৮ সালে এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি করে ভারত। সে সময় অবরোধ আরোপের ব্যাপারে ভারতকে সতর্ক করে দিয়েছিল যুক্তরাষ্ট্র।

২০১৯ সালে প্রতিরক্ষা ব্যবস্থাটি কেনার জন্য রাশিয়াকে ৮০ কোটি ডলারের কিস্তি পরিশোধ করে ভারত।

গত ডিসেম্বরে এস-৪০০ রাশিয়ার সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার