রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনায় ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে আমেরিকা।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের গবেষণা শাখা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
কংগ্রেস সদস্যদের জন্য তৈরি প্রতিবেদনে বলা হয়, ‘এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি আমেরিকার স্বার্থবিরোধী। নিষেধাজ্ঞা আইনের আওতায় ভারতের ওপর অবরোধ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।’
২০১৮ সালে এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি করে ভারত। সে সময় অবরোধ আরোপের ব্যাপারে ভারতকে সতর্ক করে দিয়েছিল যুক্তরাষ্ট্র।
২০১৯ সালে প্রতিরক্ষা ব্যবস্থাটি কেনার জন্য রাশিয়াকে ৮০ কোটি ডলারের কিস্তি পরিশোধ করে ভারত।
গত ডিসেম্বরে এস-৪০০ রাশিয়ার সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।
বাণিজ্য প্রতিদিন/এম জি