Top

বাইডেনের অভিষেকে থাকবেন সাবেক প্রেসিডেন্ট ডব্লিউ বুশ

০৬ জানুয়ারি, ২০২১ ১১:৪৪ পূর্বাহ্ণ
বাইডেনের অভিষেকে থাকবেন সাবেক প্রেসিডেন্ট ডব্লিউ বুশ

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা জানিয়েছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

সাবেক প্রেসিডেন্টের মুখপাত্র ফ্রেডি ফোর্ড এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন।

ফ্রেডি ফোর্ড টুইটারে লেখেন, প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভিষেকে যোগ দিতে ক্যাপিটলে যেতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন প্রেসিডেন্ট (বুশ) ও মিসেস বুশ।

টুইটে তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর আমাদের গণতন্ত্রের বৈশিষ্ট্য, যা কখনো বদলায় না।’

তার এ টুইটে দৃশ্যত খোঁচা মারা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে, ‍যিনি ৩ নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে নেননি। বাইডেনের অভিষেকে থাকার বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

ফোর্ড জানান, এ নিয়ে অষ্টম বারের মতো প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বুশ।

রিপাবলিকান প্রেসিডেন্টদের মধ্যে একমাত্র জীবিত বুশের পক্ষ থেকে এমন এক সময়ে বিবৃতি এলো যখন ট্রাম্প নির্বাচনি ফল উল্টাতে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কংগ্রেসের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করবেন। এ অধিবেশনে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটগুলোর অনুমোদন দেবেন।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার