Top

নরসিংদীর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

২৪ মার্চ, ২০২২ ২:০৭ অপরাহ্ণ
নরসিংদীর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় পরিচয়হীন এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের আড়িঁয়াল খাঁ নদী থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে স্থানীয় একজন আড়িঁয়াল খাঁ নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে ভাসমান লাশটি দেখতে পায়। পরে সে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে রায়পুরা থানার এস আই আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে লোকটি মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে মৃত্যু হতে পারে। বাকীটা ময়নাতদন্তের পর মৃতের আসল কারণ জানা যাবে। এছাড়া লোকটির পরিচয় জানতে চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার